অপেনটি বায়োস্কোপ

- বড়চাচা ডরে আমার শইল কাঁপতাছে। আমি জীবনে কোনোদিন মন্দ কাজ করি নাই। অভাবে পড়ছি বইলা। এইডা বাদ দেন।
-যাও চুল আচড়াইয়া আসো!
ডর লাকতেছে?
- ডরে আমার ঠ্যাং কাঁপতেছে।
- ডরে মাইনষের কইলজা কাঁপে আর তোর কাঁপতেছে ঠ্যাং।
- কইলজাও কাঁপতেছে। কইলজা, ঠ্যাং দুইটাই কাঁপতেছে।
- ডরের কিছু নাই আমরা সন্ধান কইরা একটা বোকা কিছিমের লোক খুইজা বের করবো। তোর ভাগনী তারে গিয়া বলবে বাবা তুমি কি কর? লোকটা যাবে চমকাইয়া তোর

ভাগনীরে লইয়া ব্যস্ত হইয়া পড়বে। এই ফাঁকে তুই ব্রিটকেস লইয়া দিবি দৌড়।
- লোকটার হাতে যদি ব্রিটকেস না থাকে?
- আরে ব্রিটকেস আছে এমন একটা লোক খুইজা বের করবো।
- খুব ডর লাকতেছে।
- দাউ আর লবণ আন। তোমারও কি ডর লাকতেছে? সব রোগের চিকিৎসা আছে ডর কমানের ও ব্যবস্থা আছে। ডর কমানের বুদ্ধিটা হইলো দাউয়ের আগায় লবণ রাখতে হয় চাটা দিয়া সেই লবণ খাইলে ডর কমে। নে চাটা দে।
ডর কমছে না? আরো কমবো রওনা হওনের আগে আবার চাটা দিয়ে দিবি।


অপেনটি বায়োস্কোপ

No comments:

ফেসবুক প্লাগইন তৈরি করেছেন শূন্য পেজ অ্যাডমিন হুমায়ূন আহমেদ

Post a Comment