এলেবেলে ১

এক সময় এদের (তিন কন্যা ও তাদের বান্ধবী) পিপাসা পেয়ে গেল। চারজনের জন্যে চারটি কাঠি আইসক্রিম কেনা হল। যে অস্বস্তিকর পরিস্থিতির কথা শুরুতে বলেছি সেটা শুরু হল তখন।

মেজো মেয়ে তার আইসক্রিম আমার দিকে বাড়িয়ে বলল, "এক কামড় খাও বাবা।"
আমি খেলাম এক কামড়। একজন যা করে অন্য সবারও তাই করা চাই- কাজেই অন্য সবাইও আইসক্রিম বাড়িয়ে  রতে লাগল আমার দিকে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘিরে ছোটখাট একটা ভিড় জমে উঠল। দৃশ্যটি অদ্ভুত! চারটি
ছোট ছোট মেয়ে আইসক্রিম হাতে দাঁড়িয়ে আছে এবং একজন বয়স্ক লোক কপ্‌ কপ্ করে সবার আইসক্রিমে কামড় দিচ্ছে । যেন আইসক্রিম খাওয়ার কোন একটা কম্পিটিশন।
এর মধ্যেই লক্ষ্য করলাম অচেনা একটা ছেলে তার বাবাকে বলছে, "বাবা, আমিও এ লোকটাকে আইসক্রিম খাওয়াব।"
ছেলের হাতেও একটা আইসক্রিম। ভয়াবহ পরিস্থিতি ! ছেলেটির বাবা আমাকে বিনীত ভঙ্গিতে বললেন, "ভাই কিছু মনে করবেন না। এর আইসক্রিমটায় একটা কামড় দেন। ছেলে মানুষ একটা আব্দার করছে।"

এরকম ভয়াবহ পরিস্থিতিকেই বোধ হয় বেকায়দা অবস্থা বলা হয়। এটা এমন একটা অবস্থা যাকে কিছুতেই কায়দা করা যায় না।
(এলেবেলে ১)
#EleBele1HA 01

No comments:

ফেসবুক প্লাগইন তৈরি করেছেন শূন্য পেজ অ্যাডমিন হুমায়ূন আহমেদ

Post a Comment