এলেবেলে ০১

একবার এক মফস্বল শহরে আমাকে নিয়ে গিয়েছিল প্রধান অতিথি করে (খুব সম্ভব গুরুত্বপূর্ণ কাউকে তারা রাজি করাতে পারেনি )। অনেক বক্ততা-টক্তিতার পর শুরু হল সাংস্কৃতিক সন্ধ্যা ৷ প্রথমেই একক নৃত্য- জলে কে চলেলো কার ঝিয়ারি।
চৌদ্দ পনেরো বছরের এক বালিকা কলসি কাঁখে উপস্থিত হল। বিশাল কলসি পানিতে কানায় কানায় ভরা। নাচের তালে তালে ছলকে ছলকে পানি পড়ছে। রিয়েলিস্টিক টাচ দেবার একটা মফস্বলী প্রচেষ্টা। আমি অবাক হয়ে ভাবছি জলভর্তি কলস নিয়ে জল আনতে যাবার প্রয়োজনটি কী ছিল। তখন কলসি নিয়ে সে আছাড় খেলো। ছোটখাট একটা বান
ডেকে গেল স্টেজে। প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি যেহেতু স্টেজেই উপবিষ্ট ছিলেন কাজেই তাদেরকেও সেই জল স্পর্শ করল। দর্শক মহলে তুমুল আনন্দ ও উত্তেজনা-“ওয়ান মোর” “ওয়ান মোর” ধ্বনি!

অনুষ্ঠান শেষে আমি ভিজা প্যান্ট নিয়ে বাসে উঠলাম। বাসের সমস্ত যাত্রী খুব সন্দেহজনক দৃষ্টিতে তাকাতে লাগলো আমার দিকে। যার পাশে বসলাম সে অনেকখানি সরে বসল!
(এলেবেলে ০১)
#EleBele1HA 02

No comments:

ফেসবুক প্লাগইন তৈরি করেছেন শূন্য পেজ অ্যাডমিন হুমায়ূন আহমেদ

Post a Comment