আমাদের পাশের ফ্ল্যাটের স্বাতীর কথা বলি। বখশি বাজার কলেজে পড়ে । মাথাভর্তি চুল। খোপা খুলে দিলে চুলের গোছা হাঁটু ছেড়ে নিচে নেমে যায়। একদিন তার মা বললেন, কিরে তুই সব সময় চুল এমন এলোমেলো করে রাখিস খোপা করে রাখতে পারিস না?
স্বাতী গনগনে মুখে বলল, লম্বা চুল অসহ্য। ভাল্লাগেনা।
মা বিরক্ত হয়ে বললেন, এত অসহ্য হলে কেটে ছোট কর কিন্তু পাগলীর মত থাকিস না।
স্বাতী তৎক্ষণাৎ নিজের ঘরের দরজা বন্ধ করে তার বাবার শেভিং রেজার দিয়ে মাথা কামিয়ে ফেলল। তারপর
আয়নায় নিজের "মূর্তি" দেখে অজ্ঞান হয়ে পড়ে বা হাতের হাড় ভেঙ্গে ফেলল।
স্বাতীর চুল এখন খানিকটা বড় হয়েছে। ছোট ছোট চুলেও তাকে ভালোই দেখায়। কিন্তু আমাদের পাড়ার সমস্ত বালক-বালিকারা তাকে ডাকে 'কোজাক আপা।' এই নাম তার কোনদিন ঘুচবে এমন মনে হয় না।
(এলেবেলে ১)
#EleBele1HA ০৬
স্বাতী গনগনে মুখে বলল, লম্বা চুল অসহ্য। ভাল্লাগেনা।
মা বিরক্ত হয়ে বললেন, এত অসহ্য হলে কেটে ছোট কর কিন্তু পাগলীর মত থাকিস না।
স্বাতী তৎক্ষণাৎ নিজের ঘরের দরজা বন্ধ করে তার বাবার শেভিং রেজার দিয়ে মাথা কামিয়ে ফেলল। তারপর
আয়নায় নিজের "মূর্তি" দেখে অজ্ঞান হয়ে পড়ে বা হাতের হাড় ভেঙ্গে ফেলল।
স্বাতীর চুল এখন খানিকটা বড় হয়েছে। ছোট ছোট চুলেও তাকে ভালোই দেখায়। কিন্তু আমাদের পাড়ার সমস্ত বালক-বালিকারা তাকে ডাকে 'কোজাক আপা।' এই নাম তার কোনদিন ঘুচবে এমন মনে হয় না।
(এলেবেলে ১)
No comments:
Post a Comment