পাথর

- ভাইরাসের টিকা যিনি প্রথম আবিষ্কার করেন তার নাম যেদার্স। সেটা কোনো বড় ব্যাপার নয়। একজন না একজন তো আবিষ্কার করবেনই। বড় ব্যাপার টা হচ্ছে যে, তখন এই ভাইরাসের বিষয়ে কেউ জানতোই না। সেটা তারা জেনেছেন আরো দেড়শ বছর পর।
- বলেন কি?
- পৃথিবীতে এমন সব অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটে আছে ভাবি আর অবাক হই। মাঝে মধ্যে ভাবি যে এই বিপুল বসুধার কতটুকুই বা আমরা জানি?
- আরেকটা অদ্ভুত ঘটনার কথা বলুন তো শুনি।
- রেইন ফরেষ্টে একটা ড্রাইভে কিছু মানুষ আছে যারা পাপ ভক্ষণ করে। সিলিক্টার কেউ যদি মারা যায় তখন এই পাপ ভক্ষণকারীদের খবর দেয়া হয়। তারা এসে মৃত্যু দেহের চারপাশে গোল হয়ে বসে এবং কপ কপ করে ঐ মৃত ব্যক্তির পাপগুলো খেয়ে ফেলে। ফলে মৃত ব্যক্তি পাপ মুক্ত হয়ে স্বর্গে চলে যায়।
- কি আশ্চর্য কথা!
(পাথর)

No comments:

ফেসবুক প্লাগইন তৈরি করেছেন শূন্য পেজ অ্যাডমিন হুমায়ূন আহমেদ

Post a Comment