পদ্ম (নাটক)

-কমান্ডার সাব, কমান্ডার সাব?
-আরে মাষ্টার সাহেব কি ব্যাপার?
-আমি আপনাদের সাথে যাবো।

-কোথায় যাবেন?
-আপনারা যেইখানে যাবেন আমি সেইখানেই যাবো। যুদ্ধ করবো।
-আপনে কি বন্ধুক চালাতে জানেন?
-আমারে শিখাবেন। আমি শিখবো।
-আপনার একটা সন্তান হয়েছে। সন্তানরে দেখেন, সন্তানের সাথে থাকেন। তার মারে দেখেন।
-আমি আমার স্ত্রী থেকে বিদায় নিয়ে এসেছি। সে আমাকে খুশি মনে বিদায়
দিয়েছে। আমি চাই আমার মেয়েটা স্বাধীন দেশে বাস করবে। তার জন্যে যুদ্ধ করা লাগবে না? কমান্ডার সাব আমাকে নিতেই হবে আমি কোনো কথা শুনবো না।
নাটকঃ পদ্ম


No comments:

ফেসবুক প্লাগইন তৈরি করেছেন শূন্য পেজ অ্যাডমিন হুমায়ূন আহমেদ

Post a Comment