হুমায়ূন আহমেদের রস রসিকতা ০৪

সার্টিফিকেট

একদিন এক যুবক হ‌ুমায়ূন আহমেদের সঙ্গে দেখা করতে এল। যুবকের হাতের লেখা অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। হ‌ুমায়ূন আহমেদ যুবককে দিয়ে নিজের জন্য রবীন্দ্রনাথের একটা সার্টিফিকেট লিখিয়ে নিলেন। সেখানে লেখা-
শ্রীমান হ‌ুমায়ূন আহমেদ,তোমার কিছু রচনা পাঠ করিয়া বিমলানন্দ পাইয়াছি। তোমার কিছু শব্দের বানান বিষয়ে আমার কথা আছে।সাক্ষাতে বলিব। 
ইতি
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর

সূত্র: হ‌ুমায়ূন আহমেদের লেখা আমার ছেলেবেলা, বসন্ত বিলাপ, কিছু শৈশব, রঙ পেন্সিল, বলপয়েন্ট, ফাউনটেনপেন, কাঠপেন্সিল বই এবং ‘অন্যদিন: হ‌ুমায়ূন আহমেদ স্মরণ সংখ্যা’ থেকে।

No comments:

ফেসবুক প্লাগইন তৈরি করেছেন শূন্য পেজ অ্যাডমিন হুমায়ূন আহমেদ

Post a Comment