নামকরণ
এক মা ছেলের নামের জন্য হুমায়ূন আহমেদের কাছে এসেছেন।:স্যার, আমার ছেলের একটা নাম রেখে দিন। নামের প্রথম অক্ষর হবে ‘আ’। কারণ, আমার নামের প্রথম অক্ষর ‘আ’। শেষ অক্ষর হবে ‘ল’। কারণ, ছেলের বাবার নামের প্রথম অক্ষর ‘ল’। নামের অর্থ যদি নদী, আকাশ বা মেঘ হয়, তাহলে খুব ভালো হয়। তারচেয়েও বড় কথা, নামটা হতে হবে আনকমন।
হুমায়ূন আহমেদ বললেন, ‘ছেলের নাম রাখো আড়িয়াল খাঁ।’
:আড়িয়াল খাঁ!
:হ্যাঁ, তোমার সব দাবি এই নামে পূরণ হয়েছে। এই নাম শুরু হয়েছে ‘আ’ দিয়ে। শেষ হয়েছে ‘ল’ দিয়ে। নদীর নামে নাম। তা ছাড়া আনকমন তো বটেই।
No comments:
Post a Comment