মে ফ্লাওয়ার

গুলতেকিন আমার সঙ্গে যেতে পারছে না—তার টিকেট পাইনি। সে চলে যাবে নিউ জার্সি। আমার জন্য সেখানেই অপেক্ষা করবে। আমি নিউ অরলিন্সে এক সপ্তাহ কাটিয়ে চলে যাব তার কাছে। আমি তাকে তুলে দিতে এলাম। খুবই খারাপ লাগছে। মনে হচ্ছে শেষ বিদায় দিতে এসেছি। আর দেখা হবেনা। তার স্যুটকেস চেক-ইন করে দিয়েছি। সে ঢুঁকবে সিকিউরিটি এলাকায়। খুব মন খারাপ করা মুহূর্ত।

এই মুহূর্তে হঠাৎ আমাকে বিস্মিত করে দিয়ে বলল, "আমার এদেশের একটা জিনিস খুব ভাল লাগে। বিদায় মুহূর্তে এদের স্বামী-স্ত্রীরা কি সুন্দর শালীন ভঙ্গীতে চুমু খায়। তোমার কি এই দৃশ্য দেখতে ভালো লাগেনা?"
আমি বললাম, "হ্যাঁ,ভাল লাগে।"
-"আমার সবসময় মনের মধ্যে গোপন বাসনা ছিল...।"
গুলতেকিন তার কথা শেষ করলনা। ক্লান্ত ভঙ্গিতে সিকিউরিটি এলাকায় ঢুঁকে গেল।
আমি মন খারাপ করে নিউ অরলিন্স রওনা হলাম।
-মে ফ্লাওয়ার, হুমায়ূন আহমেদ

No comments:

ফেসবুক প্লাগইন তৈরি করেছেন শূন্য পেজ অ্যাডমিন হুমায়ূন আহমেদ

Post a Comment