আপনারে আমি খুঁজিয়া বেড়াই


"এক সময় প্রতিক্ষার অবসান হল,জন্ম হল আমার 'দ্বিতীয় কন্যা শীলার'। হাত পা ছুঁড়ে সে কাঁদছে,সরবে এই পৃথিবীতে তার অধীকার ঘোষণা করছে। যেন সে বলছে এই পৃথিবী আমার।
গুলতেকিন ক্লান্ত গলায় বলল, তুমি চুপ করে আছ কেন, আজান দাও। বাচ্চার কানে আল্লাহর নাম শোনাতে হয়।

আমি আমার ফুসফুসের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বললাম, "আল্লাহু আকবর....।"
নার্সের হাতে ট্রে ছিল। ভয় পেয়ে সে ট্রে ফেলে দিল। ডাক্তার আমার দিকে তাকিয়ে বললেন, 'what is happening?'
হাসপাতালের নার্স ও ডাক্তারদের হৈচৈ পড়ে গেল। এই বাঙালী কি করছে?
তাদের কোন কথাই আমার কানে ঢুকছে না। আমি অবাক হয়ে দেখছি আমার শিশু কন্যাকে। আমি প্রার্থনা করলাম যেন পৃথিবী তার মঙ্গলময় হাত প্রসারিত করে আমার কন্যার দিকে। দুঃখ বেদনার সঙ্গে সঙ্গে যেন প্রগাঢ় আনন্দ বারবার আন্দোলিত করে আমার মামণিকে।"
-আপনারে আমি খুঁজিয়া বেড়াই; হুমায়ূন আহমেদ


No comments:

ফেসবুক প্লাগইন তৈরি করেছেন শূন্য পেজ অ্যাডমিন হুমায়ূন আহমেদ

Post a Comment