"বৃষ্টি দেখে মন উতালা হবার তেমন কোনো বাস্তব কারণ নেই। ব্যবস্থাটা প্রকৃতি করে রেখেছে। সমস্ত প্রাণীকূলের জিনে কিছু তথ্য দিয়েছে। এই তথ্য বলছে- আকাশ যখন মেঘে ঢেকে যায় তখন তোমরা উতালা হবে। শুধু প্রাণীকুল না বৃক্ষকুলের জন্যও একই তথ্য।"
-বাঘবন্দি মিসির আলি; হুমায়ূন আহমেদ
-বাঘবন্দি মিসির আলি; হুমায়ূন আহমেদ
No comments:
Post a Comment