"জীবনের গভীরতম বোধকে আমি অনুভব করতে পারি। জোছনার অপূর্ব ফুলকে আমি দেখতে পাই - কিন্তু তারা অন্তরের এতই গভীরে যে, আমি তুলে আনতে পারি না। বার বার হাত ফসকে যায়। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী জেগে আমি অপেক্ষা করি। কোন দিন কি পারব সেই মহান বোধকে স্পর্শ করতে ?
নিজেকে বোঝাই - ভাগ্যে যা আছে তা হবে।
Every man's fate
We have fastened
On his own neck.
(সূরা বনি ইসরাঈল)
আমরা কি করব না করব সবই পূর্ব-নির্ধারিত। কি হবে চিন্তা করে? নিয়তির হাতে সব ছেড়ে-ছুড়ে দিয়ে অপেক্ষা করাই ভালো।
আমি অপেক্ষা করি।
-এই আমি; হুমায়ূন আহমেদ
নিজেকে বোঝাই - ভাগ্যে যা আছে তা হবে।
Every man's fate
We have fastened
On his own neck.
(সূরা বনি ইসরাঈল)
আমরা কি করব না করব সবই পূর্ব-নির্ধারিত। কি হবে চিন্তা করে? নিয়তির হাতে সব ছেড়ে-ছুড়ে দিয়ে অপেক্ষা করাই ভালো।
আমি অপেক্ষা করি।
-এই আমি; হুমায়ূন আহমেদ
No comments:
Post a Comment