'না' বলতে পারাটা খুব বড় গুন রে, মা। বেশিরভাগ মানুষ 'না' বলতে পারে না। এতে তারা নিজেরাও সমস্যায় পড়ে, অন্যদেরও সমস্যায় ফেলে। আমার বাবা কখনো না বলতে পারতেন না। যে যা বলত- তিনি বলতেন আচ্ছা। শুধু এই কারনেই সারাজীবন তিনি একের পর এক সমস্যার ভেতর দিয়ে গেছেন।
-মেঘ বলেছে যাব যাব; হুমায়ূন আহমেদ
-মেঘ বলেছে যাব যাব; হুমায়ূন আহমেদ
No comments:
Post a Comment